• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

২৮ মাইলে নামল ধস, ভয়ে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কালিম্পঙে ৬৮ এবং দার্জিলিঙে ১৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে

আশঙ্কাই হল সত্যি। ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। মঙ্গলবার সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হওয়ার পর বিকেলে বৃষ্টি শুরু হতেই রাতে রাস্তাটি এড়িয়ে যেতে বলেছিল জেলা প্রশাসন। জেলা প্রশাসনের দেওয়া বার্তাই বাস্তবে পরিণত হল বুধবার।

বুধবার সকালে কয়েক ঘণ্টা গাড়ি চলাচলের পরই কালিম্পং জেলা প্রশাসনের তরফে রাস্তাটি বন্ধ করে দেওয়া হল। ২৮ মাইলে ধসের জেরে রাস্তাটি বন্ধ করা হল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কালিম্পঙে ৬৮ এবং দার্জিলিঙে ১৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার জেরে তিস্তায় জলস্ফীতি ঘটেছে। প্রবল বৃষ্টি হওয়াতেই ধস নেমেছে বলে মনে করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি নামবে পাহাড়ে। ফলে জাতীয় সড়কটির ভবিষ্যৎ নিয়ে ক্রমশই বাড়ছে ভয়।

Advertisement

আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, ‘বুধ এবং বৃহস্পতিবার কয়েকটি এলাকায় বৃষ্টির ব্যাপ্তি এবং তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে আরও কিছুটা হ্রাস পাবে তাপমাত্রা।’

Advertisement

Advertisement