যাঁরা সল্টলেক, নিউটাউন ,রাজারহাট, রুবি, তিলজলা অঞ্চলে যাতায়াত করেন বাইপাস সংলগ্ন চিংড়িঘাটার যানজট তাঁদের রোজকার ভোগান্তির কারণ। অফিস যাওয়ার সময় বা অফিস থেকে ফেরার সময় চিংড়িঘাটার জ্যাম ঠেলার অভিজ্ঞতা আছে অনেকেরই। শহরের এই ব্যস্ততম রাস্তায় তুমুল যানজট নিয়ে যাত্রীদের অভিযোগ আজকের নয়। অবশেষে এর বিহিত করতে চলেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)।
যানজটের সমস্যা দূর করতে সায়েন্স সিটি মোড় থেকে ক্যাপ্টেন ভেরি পর্যন্ত তৈরি হতে চলেছে নতুন স্টিল নির্মিত সেতু। এর জেরে নিত্যযাত্রীদের সমস্যা বেশ খানিকটা মিটবে বলেই আশা করছে কেএমডি।
Advertisement
গোটা কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রাফিক সংযোগস্থল এই চিংড়িঘাটার মোড়। এই সেতুটি একটি বিকল্প সেতুর মতো কাজ করবে, যার জেরে অনেকটাই চাপ কমবে মূল রাস্তার উপর। একই রাস্তায় দুইভাবেই যাওয়া যাবে, ফলস্বরূপ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার সমস্যাটা খানিক মিটবে। আনুমানিক ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই সেতু নির্মাণের কাজে। প্রায় ৬০ মিটার দীর্ঘ এবং ১০ মিটার প্রস্থের এই সেতুর নকশা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বলে খবর। সেতু নির্মাণের কাজের অনুমোদনও মিলেছে রাজ্য সরকারের কাছ থেকে।
Advertisement
চিংড়িঘাটা সংলগ্ন বাইপাস অঞ্চলের নিত্যদিনের সমস্যা হয়ে উঠেছে জ্যাম। যার জেরে নিত্যযাত্রীদের সময় নষ্ট হচ্ছে বিপুল। শুধু তাই নয়, ধীর গতিতে গাড়ি চলার কারণে চাপ পড়ছে রাস্তার উপর, বাড়ছে দূষণের মাত্রাও। এই সেতু সব দিক থেকেই সুবিধাজনক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Advertisement



