এবারে কলকাতায় বাড়িতে বাড়িতে গিয়ে কোভিড টেস্ট করার প্রক্রিয়া চালু করল কলকাতা পুরসভা। বিশেষ একটি নম্বরে ফোন করে প্রয়ােজনের কথা জানালে বাড়িতে গিয়ে করােনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হবে কলকাতা পুরসভার পক্ষ থেকে।
পুরকর্মীরাই এ কাজ করবেন। সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা পাওয়া যাবে। এই প্রক্রিয়ার নামকরণ করা হয়েছে ‘দুয়ারে পুরসভা’। অমিতাভ চত্রবর্তী নামে এক ব্যক্তিকে ফোন করে কোভিড টেস্টের জন্য আবেদন জানাতে হবে। তার নম্বর হল ৯৮৩১০৩৬৫৭২। এই নম্বরে ফোন করলে দুয়ারে হাজির হয়ে যাবে পুরসভা। কোভিড টেস্ট হবে বিনামূল্যে। টেস্টের ফলও জানা যাবে নির্দিষ্ট সময় পরে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শনিবার সকালে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, বাংলার বিভিন্ন জেলায় কোভিড পরীক্ষা কম হচ্ছে। তাই সমস্যা সমাধানে রাজ্যকে উদ্যোগী হওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর জন্য প্রয়ােজনীয় সাহায্য দেওয়ার জন্য কেন্দ্র প্রস্তুত রয়েছে।