কুম্ভমেলায় ভুয়াে কোভিড টেস্ট কান্ডে সমন তিন ল্যাবরেটরিকে

ভুয়াে কোভিড টেস্ট করানাের অভিযােগের তদন্তে নেমে তিনটি ল্যাবরেটরিকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানাে হয়েছে।চারদিনের মধ্যে তাদেরকে হাজির থাকতে বলা হয়েছে।

Written by SNS Haridwar | June 22, 2021 11:52 pm

কুম্ভ মেলা (Photo: IANS)

কোভিড টেস্টের নামে তীর্থযাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযােগে তিনটি ল্যাবরেটরিকে সমন পাঠাল স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। হরিদ্বারে কুম্ভ মেলা চলাকালীন ভুয়াে লাখ লাখ ভক্তের সঙ্গে কোভিড টেস্টের নামে ম্যাক্স কর্পোরেট সার্ভিস, ডক্টর লালচন্দানি ল্যাব ও নালওয়া ল্যাবরেটরিজ প্রতারণা করেছে বলে অভিযােগ ওঠে।

তারপরই ম্যাক্স কর্পোরেট সার্ভিস, ডক্টর লালচন্দানি ল্যাব ও নালওয়া ল্যাবরেটরিজের বিরুদ্ধে অতিমারী। আইন, বিপর্যয় মােকাবিলা আইন, ভারতীয় দন্ডবিধির ১২০ ধারা, ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়। তারপরই অভিযােগের দ্রুত তদন্ত করতে হিরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার কৃষ্ণ রাজ এসের নেতৃত্বে সিট গঠন করা হয়।

তিনি বলেন, ‘ভুয়াে কোভিড টেস্ট করানাের অভিযােগের তদন্তে নেমে তিনটি ল্যাবরেটরিকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানাে হয়েছে। আগামি চারদিনের মধ্যে তাদেরকে হাজির থাকতে বলা হয়েছে।