• facebook
  • twitter
Friday, 30 January, 2026

গত চব্বিশ ঘন্টায় ঝাড়খন্ডে করােনায় একজনেরও মৃত্যু হয়নি 

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের দাপটে কাঁপছিল ঝাড়খন্ডও। কিন্তু অনেক দিন পরে এল সুখ। এবছরে এদিনই প্রথম ঝাড়খন্ডে কোভিডে কারও মৃত্যু হয়নি। 

প্রতীকী ছবি (Photo by SAM PANTHAKY / AFP)

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের দাপটে কাঁপছিল ঝাড়খন্ডও। কিন্তু অনেক দিন পরে এল সুখ। এবছরে এদিনই প্রথম ঝাড়খন্ডে কোভিডে কারও মৃত্যু হয়নি। 

ঝাড়খন্ডের কোভিড বুলেটিন বলছে, গত চব্বিশ ঘন্টায় এ রাজ্যে নতুন করে করােনায় আক্রান্ত হয়েছেন ২৯৩ জন। এর ফলে রাজ্যে মােট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৩,৩০৪। সক্রিয় রােগীর সংখ্যা ৩৯৬৬। 

Advertisement

গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯৩ জন। মােট সুস্থতার সংখ্যা ৩,৩৪,২৫৬। গত চব্বিশ ঘন্টায় কেউ মারা যায়নি। 

Advertisement

শনিবার পর্যন্ত রাজ্যে মােট মৃতের সংখ্যা ছিল ৫০৮২। মৃত্যু না হওয়ায় আজও সেই সংখ্যা রয়েছে। এখনও পর্যন্ত মানুষের কোভিড টেস্ট হয়েছে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩৬ শতাংশ।

Advertisement