• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ মুকুল রায়ের বিধায়ক ও পিএসি মামলার রায়দান হাইকোর্টে?

আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হতে পারে মুকুল রায় সংক্রান্ত মামলার রায়দান।

আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হতে পারে মুকুল রায় সংক্রান্ত মামলার রায়দান।

মুকুল রায়ের দলত্যাগ বিরোধী আইন মামলার শুনানি শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে ।

Advertisement

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভাজের ডিভিশন বেঞ্চে এই মামলাটি চলছে। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা হতে পারে।

Advertisement

এই মামলার শুনানিতে মুকুল রায় এর বিরুদ্ধে রায় ঘোষণা হলে খারিজ হতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটির ( পিএসি ) চেয়ারম্যানের পদ বলে মনে করছে ওয়াকিবহাল ।

উল্লেখ্য গত ২১ মার্চ মুকুলের দলত্যাগ বিরোধী আইন মামলার হলফনামায় বিজেপি-কে আরও দু’দিন সময় দেয় কলকাতা হাইকোর্ট।

বিজেপি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘বিপক্ষের দেওয়া হলফনামা দেরি করে পৌঁছেছে। এরফলে জবাবি হলফনামা দিতে আরও দু’দিন সময় দিতে হবে’।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভাজের ডিভিশন বেঞ্চ সেই আবেদন মেনে নেয়।

এই মামলার শুনানি স্থগিত রাখা হয়। মুকুলের বিধায়ক পদ এবং পিএসি চেয়ারম্যান পদ খারিজ করার দাবিতেই এই মামলা করা হয়।

এই পদ বিরোধীদের প্রাপ্য বলেও দাবি করেছে বিজেপি। এই নিয়ে বিধানসভার স্পিকারের হলফনামাও তলব করেছিল কলকাতা হাইকোর্ট।

বিধান সভার স্পিকার হলফনামা দিলেও পাল্টা জবাবি হলফনামা সময়মত দিতে পারেনি বিজেপি।

মামলাকারীর দাবি ছিল, ‘হাইকোর্টের নির্দেশ মোতাবেক ১৭ মার্চ স্পিকার হলফনামা তাদের কাছে দেননি। দিয়েছেন ২০ মার্চ।’

সেই কারণে জবাব তৈরি করা যায়নি। মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অন্য দিকে, বিজেপি বিধায়ক অম্বিকা রায় পিএসি চেয়ারম্যানপদ খারিজের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন।

গত মাসে দু’টি মামলাতেই সুপ্রিম কোর্টের বিচারপতি নাগেশ্বর রাও ও বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চ নির্দেশ দেয়, ‘কলকাতা হাইকোর্টকে এই মামলাটি এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।’

আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মুকুল রায় এর বিধায়ক পদ এবং পিএসি চেয়ারম্যান মামলার রায়দান হতে পারে বলে জানা গেছে।

Advertisement