নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষী

নন্দীগ্রামে মীনাক্ষী মুখােপাধ্যায়কে প্রার্থী ঘােষণা করল বাম-কংগ্রেস-আইএসএফ জোট। মীনাক্ষী বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি।

Written by SNS Kolkata | March 11, 2021 9:55 pm

মীনাক্ষী মুখােপাধ্যায় (Photo: Twitter | @RaktimCPIM)

নন্দীগ্রামে মীনাক্ষী মুখােপাধ্যায়কে প্রার্থী ঘােষণা করল বাম-কংগ্রেস-আইএসএফ জোট। মীনাক্ষী বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি।

ফোনে তার সঙ্গে যােগাযােগ করা হলে তিনি বলেন, ‘দল লড়তে বলেছে, তাই লড়ছি। শুধু নন্দীগ্রাম নয়, রাজ্যের সর্বত্র লড়াই হবে।’

অন্যদিকে রায়দিঘিতে ফের প্রার্থী হচ্ছেন প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। এর আগে ২০১১ ও ‘১৬ সালে পরপর দুবার দেবশ্রী রায়ের কাছে তিনি পরাজিত হন।

এই নির্বাচনে তৃণমূল দেবশ্রীকে প্রার্থী করেনি। পরিবর্তে প্রার্থী হয়েছেন অলােক জলদাতা। এছাড়া পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় দিল্লির জওহরলাল নেহরু ছাত্রসংসদের সভাপতি ঐশী ঘােষকে প্রার্থী করেছে সংযুক্ত মাের্চা।