• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

হজ সম্পন্ন করে কলকাতায় ফিরলেন হাজিরা, বিমানবন্দরে ফিরহাদ

রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর সাড়ে আট হাজারের বেশি মানুষ পশ্চিমবঙ্গ থেকে হজ পালনে গিয়েছিলেন।

পবিত্র হজ পালন করে সৌদি আরব থেকে ফিরলেন বাংলার হাজিরা। শনিবার সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন প্রথম দফার হজযাত্রীরা। তাঁদের স্বাগত জানাতে এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা উন্নয়ন দপ্তরের সচিব পিবি সালিম, কমিশনার শাকিল আহমেদ, কলকাতা নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী সহ বিশিষ্ট ব্যক্তিরা।

রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর সাড়ে আট হাজারের বেশি মানুষ পশ্চিমবঙ্গ থেকে হজ পালনে গিয়েছিলেন। তাঁদের মধ্যে প্রথম দফার ৩২১ জন হাজি শনিবার সকালে ফিরে আসেন। আগামী কয়েকদিন ধরে প্রতিদিন দুটি করে বিমান হাজিদের ফিরিয়ে আনবে কলকাতায়। তাঁদের দেশে ফেরানোর দায়িত্ব নিয়েছে স্পাইসজেট। ১৫ দিনেরও বেশি সময় ধরে এই কাজ চলবে।

ফিরে আসা হাজিরা প্রায় ৪৪ দিন মক্কা ও মদিনায় কাটিয়েছেন। হজ সম্পন্ন করে এখন তাঁরা নিজ নিজ ঘরে ফিরছেন। বিমানবন্দরে হাজিদের সঙ্গে দেখা করে এদিন তাঁদের দোয়া চাইলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি নিজে হাজিদের অভ্যর্থনা জানাতে এসেছেন। হাজিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে বলে জানান তিনি।