• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

কলকাতা-লন্ডন বিমান ও জ্বালানিতে ছাড়ের আশ্বাস

লন্ডনে মমতার শিল্প সম্মেলন

ফাইল চিত্র

বাংলায় লগ্নি টানতে ও রাজ্যে ব্রিটেনের বাজার উন্মুক্ত করতে মঙ্গলবার লন্ডনে শিল্প সম্মেলনে যোগদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্মেলনে রাজ্যের আমলাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলা ও ব্রিটেনের শিল্প প্রতিনিধিরা। এছাড়াও উপস্থিত ছিলেন ধানসিঁড়ি ভেঞ্চারসের এক্সিকিউটিভ চেয়ারম্যান চন্দ্রমোহন ধানুকা, ইমামি গ্রুপসের ভাইস চেয়ারম্যান হর্ষবর্ধন আগরওয়াল, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, গ্রাফাইট ইন্ডিয়ার কে কে বাঙ্গুর সহ আরও অনেকে। সম্মেলন থেকে বিশিষ্টজনেরা দাবি করেছেন, বাংলা বিনিয়োগের অন্যতম সেরা ঠিকানা। কলকাতা- লন্ডন সরাসরি বিমান পরিষেবা নিয়ে বৈঠকে জোর সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। যারা আগে এগিয়ে আসবে তাঁদের জ্বালানিতে বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। আজ, বুধবার সরকারি স্তরের বাণিজ্য বৈঠকে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী।

সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটেনের হাউস অফ লর্ডসের সদস্য তথা ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি ৯৪ বছর বয়সি লর্ড স্বরাজ পল। এ দিন তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। সম্মেলনের শুরুতেই বক্তব্য রেখেছেন রাজ্যের মুখ্যসজিব মনোজ পন্থ। তিনি জানান, বাংলা হল বিনিয়োগের গন্তব্য, ক্ষুদ্র ও কুটির শিল্পের হাব। সম্মেলনে সকলের সামনে বাংলার শিল্প, সংস্কৃতি উন্নয়ন, কর্মসংস্থান, খেলা নিয়ে বিশেষ ভিডিও ‘ধ্বনিল আহ্বান’ দেখানো হয়েছে। লন্ডনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলায় আরও নতুন শিল্প এসেছে। বাংলা হল পূর্ব ভারত, বাংলাদেশ ও নেপালের গেটওয়ে। দার্জিলিং চা বিশ্ব সেরা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থারও প্রশংসা করেছেন তিনি।

Advertisement

ইউকেআইবিসি-র চেয়ারম্যান রিচার্ড হেল্ড জানিয়েছেন, দেশের তুলনায় বাংলায় উন্নয়নের হার বেশি। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে উঠেছে। সম্প্রতি বাংলায় আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেরও প্রশংসা করেছেন তিনি। গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল বিজিবিএস। এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন ব্রিটেনের শিল্পপতিরা। ইতিমধ্যেই ব্রিটেনের একাধিক সংস্থা বাংলায় লগ্নিতে ইচ্ছাপ্রকাশ করেছে। মঙ্গলবার লন্ডনের শিল্প সম্মেলনের মাধ্যমে এআই (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স), বস্ত্রশিল্প, হস্তশিল্প ও পর্যটনশিল্পে লগ্নি আনতে চেয়েছেন মমতা। তিনি চান, লন্ডনের বুকে বিশ্ববাংলার স্টল তৈরি হোক। তাঁর ধারণা, বিদেশে এই স্টল চালু হলে বাংলার হস্তশিল্পীদের বিক্রির বাজার আরও বাড়বে। পাশাপাশি লন্ডনে আম, লিচু, মিষ্টি, পোশাক, চর্মশিল্প সহ বাংলার বিভিন্ন জিনিসের বাজার বাড়ানোর উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

এছাড়াও লন্ডনের শিল্প সম্মেলনে লন্ডন-কলকাতা সরাসরি উড়ান পরিষেবা কীভাবে কার্যকর করা যাবে তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলায় আইটি সহ নির্দিষ্ট কয়েকটি শিল্পে ব্রিটেনের লগ্নি পেতেও আলোচনা করা হয়েছে। সংস্কৃতি, খেলা, পর্যটনে বাংলার গুরুত্ব বৃদ্ধি করতে বিনিয়োগের জন্য ব্রিটেনের প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে। আজ এই নিয়ে একটি মউ স্বাক্ষর হয়েছে। বাংলা-লন্ডনের পুরনো ঐতিহাসিক যোগাযোগকে ব্যবহার করে বাংলায় পর্যটক টানতে চান মমতা। এছাড়াও জানা গিয়েছে, ভারতীয় হাইকমিশন এ বার নভেম্বরে লন্ডনে তাঁদের কর্মসূচিতে বাংলার আলাদা প্রদর্শনীও করতে পারে। এ নিয়ে শিল্প বৈঠকে আলোচনা হয়েছে।
মমতা এ দিন জানিয়েছেন, বাংলায় ১৯ লক্ষ কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে। এর মধ্যে ১৩ লক্ষ কোটি বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে।

Advertisement