• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর জনসভা আজ

ইতিমধ্যেই আসানসােল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পূর্ব)অভিষেক মােদি সভাস্থল পরিদর্শন করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: IANS)

রাত পােহালেই দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর জনসভা।বুধবার সারা দিন প্রশাসনিক ব্যস্ততা ছিল তুঙ্গে।ইতিমধ্যেই আসানসােল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পূর্ব)অভিষেক মােদি সভাস্থল পরিদর্শন করেছেন।নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গােটা শিল্পাঞ্চল।জানা গেছে,বৃহস্পতিবার বিকেলে তৃণমূল সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীর সমর্থনে দুর্গাপুরের এফসিআই কমিউনিটি সেন্টারের মাঠে একটি জনসভা করবেন।তার আগে মুখ্যমন্ত্রী বীরভূমে একটি জনসভা করবেন।বুধবার বিকেলে দুর্গাপুরের শহিদ ভগত সিং ক্রীড়াঙ্গনের অস্থায়ী হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে।সেখান থেকে গাড়ি করে মুখ্যমন্ত্রী সিটি সেন্টারের কাছে একটি বেসরকারি হােটেলে ওঠেন।এই হােটেলে রাত্রিবাস করে সকালে তিনি বীরভূমে যাবেন। সেখানে সভা শেষ করে হেলিকপ্টারে করেই দুর্গাপুরে ফিরে বিকেল ৩ টেয় জনসভা করবেন।

Advertisement

Advertisement