• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

সরকারি জমি দখল ঘিরে উত্তপ্ত মালদহ, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি

বহুদিন ধরে এলাকার মহানন্দা নদীর পাশে একটি ফাঁকা সরকারি জমিকে দখল করার চেষ্টা করছিল স্থানীয় 'হ্যাপি' ক্লাব নামে একটি সংগঠনের সদস্যরা।

প্রতীকী চিত্র।

সরকারি খাস জমি দখল করার অভিযোগ উঠল মালদহের এক ক্লাবের বিরুদ্ধে। স্থানীয়েরা প্রতিবাদ করতে গেলে তাঁদের আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ ক্লাব সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই বাবু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মালদহের কোতয়ালি এলাকার নিমাসরাইয়ের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, বহুদিন ধরে এলাকার মহানন্দা নদীর পাশে একটি ফাঁকা সরকারি জমিকে দখল করার চেষ্টা করছিল স্থানীয় ‘হ্যাপি’ ক্লাব নামে একটি সংগঠনের সদস্যরা। তারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত বলেও দাবি এলাকাবাসীর। তা নিয়ে স্থানীয়দের সঙ্গে হামেশাই বাকবিতণ্ডা লেগে থাকত ক্লাব সদস্যদের। অভিযোগ, রবিবার রাতে স্থানীয় বাসিন্দা ভানু মহলদার নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখায় ক্লাবের সদস্যেরা। এরপর কাজে বাধা দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।

তারপরেই সকাল থেকে ওই ক্লাবের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়েরা। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় ইংরেজবাজার থানার পুলিশ। ওই ক্লাবে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি পাইপ গান এবং একটি ভোজালি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বাবু শেখ নামে এক ব্যক্তিকে। কীভাবে ওই বেআইনি আগ্নেয়াস্ত্র ক্লাবে এলো, তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।