প্রার্থী তালিকা ঘােষণা হওয়ার পর আসানসােল দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘােষ সােশ্যাল মিডিয়াতে তার স্টেটাস শেয়ার করেন। যেখানে লেখা ছিল, ‘আসানসােল এবার একসঙ্গে, ভালবেসে, একে অপরের পাশে থেকে, চলাে কিছু করে দেখাও।
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানলপের সাহাগঞ্জের মঞ্চে সায়নী ঘােষ তৃণমূল কংগ্রেসে যােগ দেন। তার সঙ্গে ওই দিন তৃণমূলে যােগ দেন জুন মালিয়া ও রাজ চক্রবর্তীর মতাে পরিচালকও।
Advertisement
আর এবারের তৃণমূলের প্রার্থী তালিকাতে নাম রয়েছে রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সােহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘােষ সহ একগুচ্ছ তারকা প্রার্থীর। শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকাতে নিজের নাম প্রার্থী হিসাবে প্রকাশ হওয়ার পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টেটাসে নতুন করে পথ চলার আশা প্রকাশ করেন সায়নী ঘােষ।
Advertisement
Advertisement



