দিন কয়েক ধরেই জল্পনা চলছিল। অবশেষ তা সত্যি হল। রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের কথা ভেবে ২০২৫ এসএসসি পরীক্ষায় বসার আবেদন করার সময়সীমা বাড়ানো হল। ২১ জুলাই পর্যন্ত এসএলএসটি পরীক্ষায় বসার জন্য আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আগে ১৪ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয়েছিল কমিশনের তরফে। সে ক্ষেত্রে আরও সাত দিন হাতে সময় পাবেন আগ্রহীরা।
সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের তরফে আরও ৭ দিনের সময় বাড়ানোর কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের কাছে। শিক্ষা দপ্তরের সবুজ সংকেত মিলতেই রবিবার বিকেলে এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের সময়সীমা বাড়ানোর কথা জানায়।
সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। সেই বিজ্ঞপ্তিতে নিয়োগের ক্ষেত্রে ১৬ জুন থেকে আবেদন জমা করা শুরু হয়েছিল। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৪ জুলাই। কিন্তু সেই সময়সীমা বাড়ানো হয়েছে। এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ জুলাই বিকেল ৫টা ৫৯ মিনিট পর্যন্ত নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য আবেদন পত্র জমা দেওয়া যাবে। আর পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ২১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট।
সূত্রের দাবি, সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাকরির প্যানেলে বাতিলের রিভিউ পিটিশন দায়ের করছে। জুলাই মাসের শেষ দিকে পিটিশনের শুনানি হওয়ার কথা। তাছাড়া ওবিসি সংরক্ষণের বিষয়টি নিয়ে চারদিন পোর্টাল বন্ধ ছিল। সেই সময় অনেকেই আবেদন করতে পারেননি। সব মিলিয়ে রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা যাতে নিয়োগের সুযোগ বেশি করে পায় তার জন্যই আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে।
নবম-দশম এবং একাদশ- দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ বার হয়েছিল ২০১৬ সালে। সে বার প্রায় ২২ লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন। প্রায় ১০ বছর হতে চলল, কোনও নিয়োগ পরীক্ষা হয়নি। কিন্তু সে ভাবে বাড়েনি আগ্রহী প্রার্থীদের সংখ্যা। হিসাব বলছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাত্র সাড়ে ৪ লক্ষ আবেদন জমা পড়েছে কমিশনের কাছে। ওয়াকিবহাল মহলের ধারনা, প্রত্যাশার চেয়ে কম আবেদনের কারণেই আবেদনের সময়সীমা বাড়ানো হল।
যদিও এই দাবি মানতে চায়নি কমিশন। কেন সময়সীমা বাড়ানো হল? স্কুল সার্ভিস কমিশনের ব্যাখ্যা, গত ১৬ জুন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল বিকেল ৫টায়। কিন্তু তা শুরু হয় রাত ১০ টা ৩৫-এর পর। এ ছাড়াও প্রযুক্তিগত কারণে জুন মাসে তিন দিন পোর্টাল বন্ধ রাখতে হয়েছিল কমিশনকে। তাই আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখে এই সময়সীমা বৃদ্ধির কথা জানানো হয়েছিল সরকারকে। সরকারের থেকে সবুজ সংকেত মিলতেই আবেদনের সময়সীমা বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এদিকে গরমের ছুটির পরে ১৪ জুলাই, সোমবার সুপ্রিম কোর্টের রেগুলার বেঞ্চের কাজকর্ম শুরু হচ্ছে। শীর্ষ আদালতে এসএসসি-র রিভিউ পিটিশনের পাশাপাশি উচ্চশিক্ষায় ভর্তি ও সরকারি নিয়োগে ওবিসি সংরক্ষণ নীতি নিয়েও রাজ্যের আবেদনের শুনানি হওয়ার কথা রেগুলার বেঞ্চে। এই দু’টি মামলার রায়ের উপরে অনেকাংশে নির্ভর করছে এসএসসি–র নিয়োগ প্রক্রিয়া। তাই এই মামলা দু’টির রায় না দেখে আবেদনের দিনক্ষণ শেষ করা হবে না বলেই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জল্পনা রয়েছে।
প্রসঙ্গত, এসএসসি সূত্রের খবর, এখনও পর্যন্ত ‘অযোগ্য’ চাকরিহারদের মধ্যে প্রায় ২০০ জন ফের পরীক্ষায় বসার আবেদন করেছেন। কমিশনের এক কর্তা বলেন, ‘চিহ্নিত অযোগ্যদের মধ্যে যাঁরা ফের পরীক্ষায় বসার আবেদন করেছেন, আদালতের নির্দেশ মতো তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।’
উল্লেখ্য, চলতি বছর সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়। একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, চাকরিহারা শিক্ষকদের নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে হবে। পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে। সেই মতো এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, আবেদন করার জন্য পোর্টালও খুলে দেওয়া হয়। এদিকে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষা নিতে চায় এসএসসি। তার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৩৫৭২৬টি। এর মধ্যে নবম-দশম শ্রেণির শিক্ষকের শূন্যপদ ২৩২১২। একাদশ-দ্বাদশের ক্ষেত্রে এই সংখ্যাটা ১২৫১৪। নয়া বিধি অনুসারে, জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপর।