চৈত্রের দাবদাহে নাজেহাল রাজ্য। উত্তরবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার তেমন বদল হবে না। হাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। কিন্তু গরম অনুভূত হবে এর চেয়েও বেশি। পশ্চিমে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও তাপমাত্রার পারদ চড়বে। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইদেও মিলবে না নিস্তার। উৎসবে অস্বস্তি বাড়বে বঙ্গবাসীর। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গত সপ্তাহে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় বেশ কয়েক জেলায় ঝড়-বৃষ্টি হয়েছিল। তবে এখন আকাশ পরিষ্কার। দক্ষিণবঙ্গে সকালের দিকে আবহাওয়া আরামদায়ক থাকলেও বেলার দিকে উষ্ণতা বাড়বে।
Advertisement
Advertisement
Advertisement



