• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

তীব্র গরমের মাঝেই স্বস্তির খবর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।

তীব্র গরমের মাঝেই স্বস্তির খবর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। এর ফলে তীব্র গরম থেকে খানিকটা স্বস্তি মিলতে পারে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩-৪ ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। রবিবারও ওই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ৬ এপ্রিল পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Advertisement

ছত্রিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত থাকা বলয় অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। প্রায় সমান্তরাল ভাবে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবে আরও বেশি বেশি করে জলীয় বাষ্প ক্রমাগত ঢুকছে রাজ্যে।

Advertisement