• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাড়বে বৃষ্টির দাপট, সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

শুক্রবার সকাল থেকেই মেঘ-রোদের খেলা চলছে। কখনও তীব্র রোদের তেজ, আবার কখনও আকাশ কালো করে ঝেঁপে নামছে বৃষ্টি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

শুক্রবার সকাল থেকেই মেঘ-রোদের খেলা চলছে। কখনও তীব্র রোদের তেজ, আবার কখনও আকাশ কালো করে ঝেঁপে নামছে বৃষ্টি। দিনভর এমন আবহাওয়া চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলার আবহাওয়া এখন এমনই থাকবে। ঝিরি ঝিরি করে বৃষ্টি চলবে সর্বত্র।

হাওয়া অফিস জানিয়েছে, শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও সুস্পষ্ট হয়েছে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে দুর্যোগ। ফলে সমুদ্রে বড় ঢেউ ওঠার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের আজ পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

Advertisement

আজ বিকেল থেকে দুর্যোগ আরও বাড়তে পারে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া এলাকাগুলিতে ঝড়-বৃষ্টি হতে পারে। তিনদিন দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত ভিজবে বেশ কিছু জেলা। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে সতর্কতা।

Advertisement

Advertisement