• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

ওয়াকফ নিয়ে সরব ফিরহাদ হাকিম

মেয়রের আশঙ্কা, নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ কোনও শিল্পপতি কিংবা ব্যবসায়ীর নজরে হয়তো কোনও ওয়াকফ সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি তাঁদের কাছেই বিক্রি করতে চাইছে মোদী সরকার। তাই তড়িঘড়ি পদক্ষেপ নিতে চাইছে কেন্দ্র।

কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। চিত্র: এএনআই।

ওয়াকফ নিয়ে তোলপাড় হচ্ছে সংসদ। জেপিসি (জয়েন্ট পার্লামেন্টারি কমিটি) মিটিং বয়কটের ডাক দিয়েছে বিরোধীরা। এরই মধ্যেই ওয়াকফ নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পয়সা নেই বলে কেন্দ্রীয় সরকার রেল ও এয়ার ইন্ডিয়ার মতো ওয়াকফ সম্পত্তিও বেচে দিতে চাইছে।’ মেয়রের আশঙ্কা, নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ কোনও শিল্পপতি কিংবা ব্যবসায়ীর নজরে হয়তো কোনও ওয়াকফ সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি তাঁদের কাছেই বিক্রি করতে চাইছে মোদী সরকার। তাই তড়িঘড়ি পদক্ষেপ নিতে চাইছে কেন্দ্র।

কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে এদিন ফিরহাদ বলেন, ‘মোদী জমানায় ভারতবর্ষের সাধারণ মানুষের কোনও উন্নতি সাধন না হলেও, কেন্দ্র-ঘনিষ্ঠ ব্যবসায়ীদের উন্নতি হয়েছে। তাঁদের মধ্যেই কারো নজরে হয়তো কোনও বিশেষ ওয়াকফ সম্পত্তি রয়েছে।’

 

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আগাগোড়াই চরম বিরোধিতা দেখিয়েছে বিরোধী শিবির এবং বিভিন্ন মুসলিম সংগঠন। তাদের দাবি, ওয়াকফ বোর্ডের বিভিন্ন সম্পত্তি দখলের উদ্দেশ্যেই ওই বিল আনছে কেন্দ্র। ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’ এবং ‘জামাত-ই-ইসলামী হিন্দের’র মতো অন্যতম প্রধান মুসলিম সংগঠনগুলির মতে, বিজেপি দীর্ঘ দিন ধরেই দিল্লি-সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য উঠেপড়ে লেগেছে। সেই কারণেই গেরুয়া শিবির তড়িঘড়ি সংশোধনী বিল পাশ করাতে চাইছে। যদিও কেন্দ্রের পাল্টা যুক্তি ছিল, মুসলিম সমাজের দরিদ্র মানুষ এবং মহিলারা দীর্ঘ দিন ধরেই ওয়াকফ আইন সংস্কারের দাবি জানাচ্ছিলেন।