• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

বিধানসভার দুই কমিটিতে জ্যোতিপ্রিয় মল্লিক

বিধানসভার দুই কমিটিতে ঠাঁই পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল সরকারের আমলে এই প্রথম তিনি কোনও কমিটির সদস্য হলেন তিনি।

জেলমুক্তি ঘটেছিল আগেই। এবার বিধানসভার দুই কমিটিতে ঠাঁই পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল সরকারের আমলে এই প্রথম তিনি কোনও কমিটির সদস্য হলেন তিনি। বিধানসভার অচিরাচরিত শক্তি দপ্তরের স্ট‌্যান্ডিং কমিটির স্থায়ী সদস‌্য হলেন প্রাক্তন খাদ‌্যমন্ত্রী। দেওয়া হল বিদ্যুৎ দপ্তরের বিধানসভার স্ট‌্যান্ডিং কমিটির সদস‌্যপদও। সঙ্গে লোকাল ফান্ড কমিটির সদস্যও করা হয়েছে তাঁকে।

সূত্রের খবর, বাজেট অধিবেশনেও যোগ দেবেন উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বিধায়ক। বিধানসভার তরফে বুলেটিন প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, স্ট‌্যান্ডিং কমিটির সদস‌্য হওয়ার পাশাপাশি জ্যোতিপ্রিয় যে এখন থেকে বিধায়ক হিসাবে নিয়মিত কাজ করতে পারবেন। ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক ভাবে সক্রিয় হয়ে উঠেছেন জ্যোতিপ্রিয়। সুযোগ পেলে জনসংযোগও সেরে নিচ্ছেন বর্ষীয়ান নেতা।