• facebook
  • twitter
Monday, 15 December, 2025

ভুয়াে ভ্যাকসিন কাণ্ডে ১০০০ পাতার চার্জশিট দেবাঞ্জন সহ ৮ জনের নামে

ভুয়াে ভ্যাকসিন কাণ্ডে বৃহস্পতিবার আলিপুর আদালতে হাজার পাতার চার্জশিট জমা পড়ল। এই ঘটনায় অভিযুক্ত দেবাঞ্জন দেব সহ মােট আট জনের নাম রয়েছে।

প্রতীকী ছবি (File Photo: iStock)

ভুয়াে ভ্যাকসিন কাণ্ডে বৃহস্পতিবার আলিপুর আদালতে হাজার পাতার চার্জশিট জমা পড়ল। এই ঘটনায় অভিযুক্ত দেবাঞ্জন দেব সহ মােট আট জনের নাম রয়েছে। খুনের চেষ্টা, ষড়যন্ত্র, সেই সঙ্গে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে দেবাঞ্জন দেব সহ বাকিদের বিরুদ্ধে।

চার্জশিটে নাম রয়েছে দেবাঞ্জন দেব, রবীন শিকদার, সুশান্ত দাস, শরৎ পাত্র, অরবিন্দ বৈদ্য, অশােককুমার রায়, কাঞ্চন দেব ও শান্তনু মান্নার। ১৩০ জন এই মামলার সাক্ষী রয়েছেন।

Advertisement

Advertisement

Advertisement