• facebook
  • twitter
Monday, 29 December, 2025

আজ তিনদিনের সফরে বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

 সোমবার সন্ধে সাড়ে ৭টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছে সল্টলেকে বিজেপি দপ্তরে পৌঁছে যাবেন শাহ

প্রতিনিধিত্বমূলক চিত্র

আজ, সোমবার তিন দিনের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার পর্যন্ত রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, পদাধিকারী, সাংসদ, বিধায়ক এবং কলকাতা মহানগরীর দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার কথা তাঁর। দলীয় বৈঠক ছাড়াও বুধবার বিকেলে আরএসএসের উত্তর, দক্ষিণ ও মধ্যবঙ্গের শীর্ষ প্রচারক-কার্যকর্তাদের সঙ্গে দু’ঘণ্টা বৈঠক করার কথা শাহের। তবে এবারের সফরে কোনও জনসভা নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

বিধানসভা ভোট রণাঙ্গনে প্রচারে নামার আগে বঙ্গ বিজেপিকে কী বার্তা দেবেন শাহ সেদিকে নজর রাজনৈতিক মহলের। সূত্রের খবর, নির্বাচনী কৌশল সংক্রান্ত পরামর্শ ছাড়াও প্রচারের অভিমুখ কী হবে, তার প্রাথমিক দিকনির্দেশ দিয়ে যাবেন শাহ।

Advertisement

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী,  সোমবার সন্ধে সাড়ে ৭টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছে সল্টলেকে বিজেপি দপ্তরে পৌঁছে যাবেন শাহ। সেখানে প্রথমে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে বৈঠক করবেন বিজেপির নির্বাচন কমিটির সঙ্গে। মঙ্গলবার দুপুরে প্রথমে সাংবাদিক সম্মেলন ও মধ্যাহ্নভোজনের পর নির্দিষ্ট কয়েকজন শীর্ষনেতার সঙ্গে বৈঠক করার কথা শাহর।

Advertisement

বিকেলে মানিকতলার কেশব ভবনে সংঘ নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠক করার সূচি আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বুধবার কলকাতার ইসকন মন্দির দর্শন করার কথা শাহর। এরপর একটি হোটেলে রাজ্যের বিধায়ক ও সাংসদদের সঙ্গে ঘণ্টাখানেক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মধ্যাহ্নভোজন করবেন শাহ। তারপর ২.১৫ মিনিট নাগাদ সায়েন্স সিটি পৌঁছে কলকাতা মহানগরীর মণ্ডল, জোন, জেলা এবং রাজ্যস্তরের নেতৃত্বদের নিয়ে সভা করবেন শাহ। ওখান থেকেই সন্ধ্যার পর দিল্লি ফিরে যাবেন।

Advertisement