স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডির ৭২৯৩ জন দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। বুধবারের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি এসএসসির মামলায় মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নামের তালিকাও প্রকাশ করতে বলেছে আদালত। নতুন নিয়োগপ্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের একাংশ।
তাঁদের দাবি, তাঁরা ক্যাটাগরাইজেশন অনুযায়ী দাগি প্রার্থী নন। যোগ্য তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। ভুলভাবে তাঁদের নাম অযোগ্য প্রার্থীদের তালিকায় রাখা হয়েছে। বুধবার গ্রুপ সি ও ডি পদে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই জরুরি ভিত্তিতে এই সংক্রান্ত মামলার শুনানির আবেদন করা হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেই আবেদন মেনে জরুরি শুনানির অনুমতি দেন বিচারপতি সিনহা। মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি রয়েছে।
২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এর মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। আদালতের নির্দেশে ফের নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করেছে এসএসসি। গত ৩ নভেম্বর থেকে গ্রুপ সি, গ্রুপ ডি পদে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর, বুধবার পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি প্রার্থীরা নতুন নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন না। এই আবহে ২০১৬ সালের প্যানেলে থাকা কয়েকজন দাবি করেছেন, তাঁরা দাগী নন, কিন্তু তা সত্ত্বেও তাঁদের যোগ্য তালিকায় রাখা হয়নি।
এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালত জানিয়েছেন, ২০১৬ সালের প্যানেলে থাকা গ্রুপ সি ও গ্রুপ ডি–র ৭২৯৩ জন দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় দাগিদের রোল নম্বর, নম্বর, বাবার নাম, ঠিকানার উল্লেখ থাকতে হবে। কমিশনের তরফে অবশ্য জানানো হয়েছে, ইতিমধ্যেই ৩৫১২ জন দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও আদালত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। ওএমআর মিস ম্যাচ, র্যাঙ্ক জাম্প, আউট অফ প্যানেল সহ সব রকম দাগিদের তালিকা প্রকাশ করতে হবে।
Advertisement