নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরেণ্য চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে চিকিৎসক দিবস পালন করে রাজ্য। এই দিনে রাজ্যের সরকারি অফিসগুলিতে অর্ধছুটির ঘোষণা করা হল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজস্ব বিভাগ ছাড়া রাজ্যের বাকি সমস্ত দফতর ওই দিন দুপুর ২ টোয় বন্ধ হয়ে যাবে। ফলে সপ্তাহের শুরুর দিনেই অর্ধছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা।
প্রসঙ্গত, ১ জুলাই বিধান রায়ের জন্মদিনের পাশাপাশি মৃত্যু দিনও বটে। পাশাপাশি বাংলার রূপকারকে শ্রদ্ধা জানাতে এই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করে রাজ্য। অতীতে করোনার সময়ও বিধান রায়ের জন্মদিনে চিকিৎসকদের শ্রদ্ধা জানাতে অর্ধদিবস ছুটির ঘোষণা করেছিল রাজ্য।
Advertisement
Advertisement
Advertisement



