হলদিয়া থেকে কলকাতা নতুন বাস পরিষেবা চালু

Written by SNS March 13, 2024 4:52 pm

কলকাতা, ১৩ মার্চ: হলদিয়া থেকে নতুন বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। হলদিয়া থেকে এই রুটের বাসটি মহিষাদল ও তমলুক রাজ্য সড়ক হয়ে কলকাতায় পৌঁছবে। আজ, বুধবার বিধায়ক তিলক চক্রবর্তী মহিষাদলে এই বাস পরিষেবার সূচনা করেছেন।

আজ সকাল ৯টা নাগাদ এসবিএসটিসি-র এই বাসটি হলদিয়ার টাউনশিপ থেকে রওনা হয়। সেটি মহিষাদল হয়ে কলকাতায় পৌঁছবে বলে জানা গিয়েছে। ফের বাসটি দুপুর দুটো নাগাদ কলকাতার ধর্মতলা থেকে রওনা হয়ে হলদিয়ায় পৌঁছবে।

তবে এই বাস পরিষেবার সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন বিধায়ক তিলক চক্রবর্তী। তিনি অফিসযাত্রী ও ব্যবসায়ীদের সুবিধার কথা ভেবে নতুন সময়সূচি তৈরির পরামর্শ দিয়েছেন। জানা গিয়েছে, কয়েক বছর আগে ওই বাস চালু হলেও যাত্রীর অভাবে তা বন্ধ হয়ে যায়। মূলত তাঁর উদ্যোগেই এই নতুন বাস পরিষেবা চালু হয়েছে।