হজ ইসলাম ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ও পবিত্র এক ধর্মীয় যাত্রা। প্রতিবছরের মতো এবারও বহু মানুষ পবিত্র ভূমির পথে রওনা হবেন। সেই যাত্রা যাতে সহজ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল হয়, তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। এবছর হজের সময়, শিয়ালদহ ও কলকাতা রেল স্টেশনে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র, যেখানে থাকবেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। ১৪ মে থেকে ২৮ মে পর্যন্ত এই দুই স্টেশনে নির্ধারিত তালিকা অনুযায়ী কর্মীরা উপস্থিত থেকে যাত্রীদের সহযোগিতা করবেন। এই বিষয়ে বুধবার পুরসভার অতিরিক্ত কমিশনারের পক্ষ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে।
কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা যেন অবিলম্বে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের জেলা আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকেই তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। জেলা আধিকারিক ঠিক করবেন কে কখন কোথায় ডিউটি করবেন এবং প্রয়োজনে প্রতি সপ্তাহ বা পাক্ষিকে ডিউটির বিন্যাসও পরিবর্তন করতে পারবেন। সেই সঙ্গে কর্মীদের উপস্থিতির রেকর্ডও তিনি রাখবেন এবং তা নির্ধারিত দপ্তরে পাঠাবেন।
প্রতিবছরের মতো এবারও হজযাত্রীদের যাত্রাকে মসৃণ ও সহায়তাপূর্ণ করে তুলতেই এই বিশেষ সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। প্রশাসনের আশা, এই সহায়তা কেন্দ্রে নিযুক্ত কর্মীরা যাত্রীদের যাত্রা আরও সহজ করে তুলবেন।