জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি, প্রকাশিত হল ভোটের দিনক্ষণ

শুক্রবার নবান্ন থেকে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের মুখ্য সচিব যে বিজ্ঞপ্তি জারি করেছেন, সেখানেই প্রকাশিত হল জিটিএ ভোট প্রক্রিয়ার দিনক্ষণ।

Written by SNS Darjeeling | May 28, 2022 2:26 pm

পূর্ব ঘোষণা অনুযায়ী জিটিএ নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হল। শুক্রবার নবান্ন থেকে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের মুখ্য সচিব যে বিজ্ঞপ্তি জারি করেছেন, সেখানেই প্রকাশিত হল জিটিএ ভোট প্রক্রিয়ার দিনক্ষণ। একই সঙ্গে জারি হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিজ্ঞপ্তিও।

এদিকে জিটিএ নির্বাচনের প্রতিবাদে, গত তিনদিন ধরে গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো অনশনে বসেছেন।

কিন্তু তারপরেও শুক্রবারের এই বিজ্ঞপ্তি বুঝিয়ে দিল বিমল গুরুংয়ের অনশনকে গুরুত্ব দিতে নারাজ নবান্ন।

মাসখানেক আগেও বিমল গুরুং জিটিএ নির্বাচনের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন।

তখনও বিমল গুরুং-এর চিঠিকে তেমন আমল দেয়নি নবান্ন। আবারও গুরুংয়ের অনশনকে অপ্রাসঙ্গিক করে রাখতে চাইছে নবান্ন।

অন্যদিকে বিমল গুরুং যখন অনশনে বসেন, তখন মোর্চার কেন্দ্রীয় কমিটি বৈঠক করে সিদ্ধান্ত নেয়, তাঁকে অনশন তুলতে বলা হবে।

গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি লোপসাং লামা কমিটির পক্ষ থেকে বিমল ও রুংকে অনশন ভাঙতে অনুরোধ করলেও রাজি হচ্ছেন না বিমল গুরুং।

তিনি চাইছেন, রাজ্য যাতে গুরুংকে বার্তা পাঠায় কিংবা রাজ্য সরকারের প্রতিনিধি দেখা করেন তাঁর সঙ্গে। কিন্তু সে পথে হাঁটলই না রাজ্য সরকার।

অন্যদিকে মোর্চা প্রায় একঘরে করে রেখেছে বিমল গুরুংকে। সদ্য তৈরি হওয়া দল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা এস পি শৰ্মা ছাড়া কেউ দেখা করতে আসেনি বিমল গুরুং-এর সঙ্গে।

এই অবস্থায় নবান্নের জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি আরও বেশি করে হতাশ করে দিল বিমল গুরুংকে।

এই অবস্থায় দলের মুখ রাখতে শেষ পর্যন্ত হয়তো বা অনশন তুলে নেবেন বিমল গুরুং।

এমনটাই ভাবছে পর্যবেক্ষক মহল। এদিকে বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ জুন জিটিএ নির্বাচনের নির্ঘন্ট ঘোষিত হয়েছে।

ভোটগ্রহণ সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত। ৩ জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ।

৪ জুন মনোনয়নের স্ক্রুটিনি। ৬ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। ৭ জুলাইয়ের মধ্যে সব প্রক্রিয়া শেষ করতে হবে।

বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি জারির কথা ঘোষণা করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেইমতো শুক্রবার জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হল নবান্ন থেকে।

জিটিএ নির্বাচনের সঙ্গে সঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনসূচিও ঘোষিত হয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটগ্রহণ হবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।