রাজনৈতিক দলগুলি জীবন নির্বাহের মাধ্যম নৈহাটির গৌতম করাতের। প্রত্যেক রাজনৈতিক দলের কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন। কিন্তু সমর্থক হিসাবে নয় তিনি প্রত্যেক রাজনৈতিক দলের মিটিং মিছিলে যান সেই রাজনৈতিক দলের ব্যাচ, পতাক, উত্তরীয়, চাবির রিং, টুপি এগুলি বিক্রি করতে। সোমবার ২১ শে জুলাই ধর্মতলায় একটি চাদর বিছিয়ে মমতা ব্যানার্জির মুখমণ্ডল আঁকা কিছু চাবির রিং ব্যাচ ও তৃণমূলের দলীয় উত্তরীয় নিয়ে বসেছিলেন গৌতম বাবু। তিনি দৈনিক স্টেটসম্যান কে জানান, প্রত্যেক রাজনৈতিক দলের অনুষ্ঠানে গিয়ে এই ভাবেই সেই দলের বিভিন্ন দলীয় সামগ্রী তিনি বিক্রি করেন।
সিপিআইএমের ব্রিগেড হোক বা বিজেপির লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অথবা তৃণমূলের একুশে জুলাই সবাই দেখতে পাওয়া যায় গৌতম বাবুকে।
বিগত ৩০ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত আছেন। অন্যান্য সময় কর্ম উপার্জন হলেও এই রাজনৈতিক দলগুলির সমাবেশে ভালই উপার্জন হয় তাঁর। তিনি আরও জানান, তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন যখন যেই রাজনৈতিক দলের সমাবেশে যান তখন যেন তিনি সেই রাজনৈতিক দলেরই এক সদস্য হয়ে যান।
Advertisement
Advertisement
Advertisement



