• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

নদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু চার বিজেপি সমর্থকের

দুর্ঘটনাটি ঘটে কৃষ্ণনগর-রানাঘাট শাখার তাহেরপুর আর বাদকুল্লা স্টেশনের মাঝে

প্রতীকী চিত্র।

নদিয়ার রানাঘাটের তাহেরপুর জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চার বিজেপি সমর্থকের। গুরুতর অবস্থায় একজনকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত এবং আহত সবার বাড়ি মুর্শিদাবাদ বলে খবর। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে রেল এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মোদীর সভায় যোগ দিতেই বাস ভাড়া করে মুর্শিদাবাদ থেকে তাহেরপুরে আসেন প্রায় ৪০ জন বিজেপি সমর্থক। সবার বাড়িই বড়ঞার সাবলদহ গ্রামে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, পাঁচ জন সমর্থক ভোরে বাস থেকে নেমে রেললাইনের উপর প্রাতঃকৃত্য সারতে যান। আচমকাই ওই লাইনে ট্রেন চলে আসে।

Advertisement

কুয়াশার কারণে ট্রেনের গতিবিধি টের পাননি ওই বিজেপি সমর্থকেরা। সেই সময় ধেয়ে আসা ট্রেনের ধাক্কায় একেবারে লাইনে ছিটকে পড়েন চারজন। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। অন্যদিকে ঘটনায় গুরুতর অবস্থায় আরও একজনকে স্থানীয় শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, একজনের অবস্থা গুরুতর।

Advertisement

দুর্ঘটনাটি ঘটে কৃষ্ণনগর-রানাঘাট শাখার তাহেরপুর আর বাদকুল্লা স্টেশনের মাঝে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর জিআরপি থানায়।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে এদিন সকালের দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল। ট্রেন আসছে তা বুঝতে না পারার কারণেই এই দুর্ঘটনা। যদিও অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement