শুক্রবার দুপুরে মঙ্গলকোটের মাথরুণে জনসভা সারেন রাজ্য তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আবারাে বিজেপির ভাঙ্গন দেখা গেল মঙ্গলকোটে, অনুব্রত মণ্ডলের হাত ধরে প্রায় চল্লিশটি পরিবার তৃণমূল কংগ্রেসে আজ মঙ্গলকোটের মাথরুন হাইস্কলে মহিলা তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল।
উপস্থিত ছিলেন মঙ্গলকোটের দলীয় পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল, সাংসদ অসিত মাল, ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব চৌধুরী, প্রমুখ। সেই সবাই অনুব্রত মণ্ডলের হাত ধরে বিজেপির প্রায় চল্লিশটি পরিবার আজ যােগদান করলাে তৃণমূল কংগ্রেসে।
Advertisement
এরমধ্যে ৫১ নম্বর মন্ডলের যুব মোর্চার সভাপতি শুভদীপ অধিকারী ও মহিলা মাের্চার সভাপতি বুল্টি দাস যােগদান করেন।
Advertisement
Advertisement



