• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশ পালনে সাতসকালে আদিবাসী গ্রামে প্রিন্সিপাল সেক্রেটারি

বুধবার সকালে সবার ঘুম ভাঙার আগেই হাজির হয়ে যায় রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটরি রােশনি সেন ছাড়াও ছিলেন বীরভূমের জেলাশাসক বিজয় ভারতী।

রােশনি সেন (Photo: SNS)

ডিসেম্বর জেলা সফরে গিয়ে আচমকাই বল্লভপুরডাঙা গ্রামে যান মুখ্যমন্ত্রী। গ্রামের মানুষ জানান এলাকার জল রাস্তা বিদ্যুৎ শৌচাগারের সমস্যার কথা। মন দিয়ে গ্রামের মানুষের সব অভাব অভিযােগ শােনেন তিনি। নিজের চোখে সেই সব সমস্যা দেখেন মুখ্যমন্ত্রী।

তার পর নির্দেশ দেন, মডেল গ্রাম হিসাবে গড়ে তুলতে হবে বল্লভপুরডাঙাকে। তার পরই তৎপরতার সঙ্গে কাজ শুরু করে জেলা প্রশাসন। এ বার সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গ্রাম ঘুরে দেখেন আধিকারিকরা।বুধবার সকালে সবার ঘুম ভাঙার আগেই হাজির হয়ে যায় রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটরি রােশনি সেন ছাড়াও ছিলেন বীরভূমের জেলাশাসক বিজয় ভারতী, বােলপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখর সাই এবং রূপপুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা।

Advertisement

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘুরে যাওয়ার দিন ২০-র মধ্যেই অধিকাংশ কাজ শেষ করে ফেলেছে বীরভূম জেলা প্রশাসন।

Advertisement

Advertisement