• facebook
  • twitter
Saturday, 25 January, 2025

কুয়াশায় ব্যাহত ট্রেন ও বিমান পরিষেবা

সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবার বুধবার ২–৩ ডিগ্রি পারদ নামতে পারে।

প্রতীকী চিত্র

সোমবার সকালে ঘন কুয়াশার কারণে ব্যহত হল ট্রেন ও বিমান পরিষেবা। কলকাতায় সকালে ৫০ মিটার দূরের জিনিসও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এর প্রভাব পড়েছে বিমান ওঠানামার ক্ষেত্রে। সোমবার সকালে দুই ঘণ্টায় শহরে মোট ৬০টি বিমানের পরিষেবা বিঘ্নিত হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে মোট ৩০টি বিমান দেরিতে রওনা দিয়েছে। অপরদিকে অবতরণের ক্ষেত্রেও ৩০টি বিমানের দেরি হয়েছে। সকাল ৯ টার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে পরিষেবা।

সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবার বুধবার ২–৩ ডিগ্রি পারদ নামতে পারে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত ঠান্ডার আমেজ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার আগে সোমবার সকালে ঘন কুয়াশার কারণে ব্যহত হল ট্রেন ও বিমান পরিষেবা।