• facebook
  • twitter
Monday, 2 December, 2024

১ ডিগ্রির রেকর্ড শীতে জবুথবু দিল্লী 

দিল্লী, ৮ জানুয়ারি — পারদ ১ এ নেমে দিল্লীর হাড় কাঁপাচ্ছে। তাপমাত্রা নামতে নামতে রবিবার রাজধানীতে এসে দাঁড়াল ১.৯ ডিগ্রি সেন্টিগ্রেডে। যা এই মরশুমে সর্বনিম্ন। একইসঙ্গে বিস্তীর্ণ এলাকা কুয়াশাছন্ন । কুয়াশার ফলে বিমান চলাচলেও বড়সড় বিপত্তি ঘটেছে। তবে শুধু দিল্লিই নয়, উত্তর ভারতের একাধিক রাজ্য (পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা) আজ কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। দিল্লির ইন্দিরা

দিল্লী, ৮ জানুয়ারি — পারদ ১ এ নেমে দিল্লীর হাড় কাঁপাচ্ছে। তাপমাত্রা নামতে নামতে রবিবার রাজধানীতে এসে দাঁড়াল ১.৯ ডিগ্রি সেন্টিগ্রেডে। যা এই মরশুমে সর্বনিম্ন। একইসঙ্গে বিস্তীর্ণ এলাকা কুয়াশাছন্ন । কুয়াশার ফলে বিমান চলাচলেও বড়সড় বিপত্তি ঘটেছে। তবে শুধু দিল্লিই নয়, উত্তর ভারতের একাধিক রাজ্য (পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা) আজ কুয়াশার চাদরে ঢাকা পড়েছে।

দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার জেরে দৃশ্যমানতা একেবারেই কম, যা বিমান চলাচলের জন্য অযোগ্য। একইসঙ্গে দিল্লির বাতাসের অবস্থাও খুব খারাপ। ফলত ২০টি বিমানের উড়ানে দেরি হয়েছে। সকাল ৬টা অবধি বিমান চলাচলও বন্ধই ছিল।