• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

কুলতলিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক

সােমবার সকালে গােপন সূত্রে খবর পেয়ে কুলতলির কাঁকসা অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ শরবিন্দু নস্কর নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কুলতলি থানার পুলিশ।

প্রতীকী ছবি (Photo: IANS)

সােমবার সকালে গােপন সূত্রে খবর পেয়ে কুলতলির কাঁকসা অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ শরবিন্দু নস্কর নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কুলতলি থানার পুলিশ।

ধৃতকে সােমবার আদালতে তােলা হয়েছে। বারুইপুর পুলিশ জেলা সূত্রে জানা গেল, ধৃতের কাছ থেকে দুটি দেশী ওয়ান শাটার পাইপগান ও তিনটি কার্তুজ পাওয়া গেছে।

Advertisement

বেআইনী ভাবে রাখা আগ্নেয়াস্ত্র দুটি কোথা থেকে পেয়ে কেন নিজের বাড়িতে রেখেছিল ধৃত শরবিন্দু খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

Advertisement