• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্থানান্তরিত করা হলাে ইভিএম মেশিন

রাজ্য বিধানসভা ভােটে বীরভূম জেলায় ভােট গ্রহণের জন্য যে সব ইভিএম মেশিনগুলি ব্যবহার করা হয়েছিলাে, সেগুলি এতদিন পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিলাে।

বিগত রাজ্য বিধানসভা ভােটে বীরভূম জেলায় ভােট গ্রহণের জন্য যে সব ইভিএম মেশিনগুলি ব্যবহার করা হয়েছিলাে, সে গুলি এতদিন পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিলাে জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিকের দফতরের নির্দিষ্ট কক্ষে।

যদি কোনও প্রার্থী ভােটের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে যান এবং নির্বাচন কমিশন যদি পুর্নগণনার নির্দেশ দেন তাহলে, সংশ্লিষ্ট কেন্দ্র বা বুথে ভােট গ্রহণের দিনে ব্যবহৃত ইভিএম মেশিন ব্যবহার করে, ভােটের ফলাফল পুনরায় গণনা করা হতে পারে।

Advertisement

সে জন্য ইভিএম মেশিনগুলি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিকের তত্ত্বাবধানে রাখা হয়ে থাকে। জেলার ক্ষেত্রে সেই ধরনের কোনও পরিস্থিতি দেখা না দেওয়ায়, রবিবার সিউড়িতে জেলা প্রশাসন ভবন থেকে ইভিএম মেশিনগুলি অন্যত্র স্থানান্তরিত করা হলাে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে।

Advertisement

Advertisement