ইভিএম নিয়ে বিস্ফোরক অভিযােগ যশবন্ত সিনহার

যশবন্ত সিনহা বললেন, প্রথম দু’দফার ভােটে ফলাফল যে খুবই নিরাশাজনক হবে, তা বুঝেছে বিজেপি। হারবে বুঝে বিজেপি ইভিএম বদলের চক্রান্ত করেছে।

Written by SNS Kolkata | April 4, 2021 4:31 pm

যশবন্ত সিনহা (File Photo: IANS)

শনিবার দুপুরে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে আরও বড় অভিযােগ তুললেন বাজপেয়ী জমানার মন্ত্রী, তৃণমূলের মুখপাত্র যশবন্ত সিনহা। বললেন, প্রথম দু’দফার ভােটে ফলাফল যে খুবই নিরাশাজনক হবে, তা বুঝেছে বিজেপি। তাই গভীর রাতে মােদি-অমিত শাহ-নাড্ডা মিলে বৈঠক করেছেন। হারবে বুঝে বিজেপি ইভিএম বদলের চক্রান্ত করেছে। আমরা তা রুখে দেব।

আগামী ৬ দফা ভােটে ওদের ফল আরও খারাপ হবে। পাশাপাশি নন্দীগ্রামে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার যে দাবি তুলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। এদিন তার পাল্টা দিয়ে তৃণমূলের যশবন্ত সিনহা বললেন, মিথ্যের চর্চা চলছে বিজেপির অন্দরে। মাইন্ড গেমসে আমাদের মনােবল ভাঙর চেষ্টা চলছে। এ বিষয়ে জনগণকে সতর্ক করছি। সেসব ‘মাইন্ড গেমস ‘ রুখে দিতে আমরা প্রস্তুত।

মমতা বন্দ্যোপাধ্যায় অন্য আসন থেকে লড়াই নিয়ে রাজনৈতিক চাপানউতাের চলছেই। দুই শিবিরই এ নিয়ে দাবি, পালটা দাবি করছে। বিজেপির দাবি খারিজ করতে গিয়ে আরও বেশি আক্রমণ শানিয়ে তুলছে তৃণমূল নেতৃত্ব। ভােটপর্বের মাঝেই ফলাফল নিয়ে একে অপরের উপর মানসিক চাপ তৈরির চেষ্টা করছে বলে অভিযােগও উঠছে।

এদিন তাতে নতুন মাত্রা যােগ হল ইভিএম প্রসঙ্গ বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। তাদের আরও দাবি, যশবন্ত সিনহার এই অভিযােগ খারিজ করতে পালটা গেরুয়া শিবিরও যে ঝাঁপিয়ে পড়বে, তা বলাই বাহুল্য।