• facebook
  • twitter
Thursday, 1 January, 2026

১-৭ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নানা কর্মসূচি পালন

বছরের প্রথম দিনটিই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস

বছরের প্রথম দিনটিই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সেই দিবসটি পালনের জন্য তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী একটি বিবৃতি জারি করেছেন। ১-৭ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান সামাজিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ করতে বলেছেন। বৃহস্পতিবার ইএম বাইপাসের তৃণমূল ভবনে সকাল সকাল পতাকা উত্তোলন করবেন তৃণমূলের রাজ্য সভাপতি। এ ছাড়াও সমাজমাধ্যমে বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  ২০২৬ সালেই বিধানসভা নির্বাচন হবে রাজ্যে, তাই প্রতিষ্ঠা দিবসকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব ।

Advertisement

Advertisement