রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে ফোন করে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, ‘ডি কোম্পানি’ নামে এক সংস্থা থেকে ফোন করে ২০ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়। টাকা না দিলে তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। ঘটনায় ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণেন্দু।
সূত্রের খবর, প্রথমে বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। সেই মেসেজে প্রেরক নিজেকে ‘ডি কোম্পানি’র কর্মী প্রদীপ বলে পরিচয় দেয়। প্রথমে মেসেজের মাধ্যমেই চেয়ারম্যানের কাছ থেকে সকাল ১০টা থেকে ১২টার মধ্যে চাওয়া হয় ২০ লক্ষ টাকা। বার্তায় বলা হয়, ‘২০ পেটি দেনা হোগা আপকো, নেহি তো তুম অর তুমহারি ফ্যামিলি মেম্বার কো টোক দেঙ্গে।’ অর্থাৎ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী এবং তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। ঘটনার পর আবারও ফোন করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে কৃষ্ণেন্দু। বাড়ানো হয়েছে প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তাও।