• facebook
  • twitter
Monday, 16 September, 2024

ভােট নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন

দ্বিগুণ শক্তি বাড়িয়ে বাংলায় আছড়ে পড়তে চলেছে ফণী। বাংলা সহ চার রাজ্য সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে। চার দফার নির্বাচন শেষ। সােমবার হতে চলেছে পঞ্চম দফার নির্বাচন। পঞ্চম দফায় মােট সাতটি কেন্দ্রে নির্বাচন হবে। আর এই পরিস্থিতিতে ফণী নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে নির্বাচন কমিশনের কর্তাদের কপালে।

ফণী আসছে, তাই জল ট্রাফিক পুলিশ কর্মীরা সতর্কতা ব্যবস্থা সম্পর্কে ঘোষণা করছে (Photo: Kuntal Chakrabarty/IANS)

দ্বিগুণ শক্তি বাড়িয়ে বাংলায় আছড়ে পড়তে চলেছে ফণী। বাংলা সহ চার রাজ্য সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে। চার দফার নির্বাচন শেষ। সােমবার হতে চলেছে পঞ্চম দফার নির্বাচন। পঞ্চম দফায় মােট সাতটি কেন্দ্রে নির্বাচন হবে। আর এই পরিস্থিতিতে ফণী নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে নির্বাচন কমিশনের কর্তাদের কপালে।

সােমবারের নির্বাচনে ফণীর দুর্যোগের প্রভাব যাতে না পড়ে সেব্যাপারে সমস্ত জেলাপ্রশাসনকে পরিকল্পনামাফিক কাজ করর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভােটের কাজে নিযুক্ত কর্মীদের যাতে কোনও অসুবিধা না হয় এবং ইভিএম মেশিন যাতে সুরক্ষিত থাকে সেব্যাপারে সতর্ক করা হয়েছে।

শুক্রবার দুপুর বারােটার মধ্যে সমস্ত ব্যবস্থা সম্পর্কে জেলা প্রশাসনের কাছে রিপাের্ট চাওয়া হয়েছে। কমিশনসূত্রে জানা গিয়েছে, বিপর্যয় মােকাবিলার জন্য ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কমিশন কর্তারা। চারদফায় হয়ে যাওয়া সমস্ত ইভিএম স্ট্রং রুমে রাখা রয়েছে। এই সমস্ত ইভিএম সুরক্ষিত রাখতে জেলা প্রশাসনকে প্রয়ােজনীয় পদক্ষেপও নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার কমিশনের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, পরিস্থিতি মােকাবিলার জন্য কমিশনের তরফে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিন সকালেই পঞ্চম দফার নির্বাচন নিয়ে আইজি আইনশৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তা, সশস্ত্র বাহিনীর এডিজি রণবীর কুমার, বিএসএফের আইজি ওয়াই বি কুরানিয়া এবং বিএসএফের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক। বাহিনী মােতায়েন নিয়ে বৈঠকে আলােচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে চতুর্থ দফার নির্বাচনে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে এবং ইভিএম বিভ্রাটের মতাে ঘটনাও ঘটেছে। পঞ্চম দফার নির্বাচনে যাতে সেইসব ঘটনার পুনরাবৃত্তি না হয় সেব্যাপারে প্রয়ােজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে বলে কমিশনসূত্রে জানা গিয়েছে।

এদিকে পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের বিরুদ্ধে কমিশনার সুনীল অরােরার কাছে অভিযােগ করেছেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেছেন, বিবেক কুমার ম্যানেজড হয়ে গেছেন। অন্যদিকে আফতাব দালালি করছেন বলেও অভিযােগ তাঁর।