• facebook
  • twitter
Monday, 16 June, 2025

মুর্শিদাবাদে ড্রোন উদ্ধার, তুমুল উত্তেজনা

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে মুর্শিদাবাদের ভারত–বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দুর্গাপুর-বরোজডিহি গ্রামে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে মুর্শিদাবাদের ভারত–বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দুর্গাপুর-বরোজডিহি গ্রামে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ড্রোনটিকে পরীক্ষা করার জন্য নিয়ে গিয়েছে বিএসএফ। রবিবার সকালে এক যুবক ড্রোনটিকে নিজের বলে দাবি করেছেন। বর্তমানে তাঁকে আটক করে তাঁর ল্যাপটপ ও মোবাইল ফোনের সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ড্রোনটি ওই এলাকায় কীভাবে এল, কী উদ্দেশে সেটি ওড়ানো হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে সামশেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর-বরোজডিহি গ্রামে কয়েকজন যুবক মাঠের পাশে বসেছিলেন। সেই সময় পলাশ নামের এক ব্যক্তি ড্রোনটিকে প্রথম দেখতে পান। ড্রোনের মালিককে খুঁজে না পেয়ে তিনি সেটি উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই ড্রোন উদ্ধারের খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান অলক দাস ও পঞ্চায়েত সদস্য আনসারুল হোসেন পলাশের বাড়িতে ড্রোনটিকে দেখতে যান। পাশাপাশি গ্রামের অনেক মানুষ পলাশের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন। স্থানীয়দের দাবি, ড্রোনটিতে ৫–৬টি ক্যামেরা রয়েছে।

কিছুক্ষণের মধ্যেই পলাশের বাড়িতে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ ও নিমতিতা ক্যাম্পের বিএসএফ আধিকারিকরা। ড্রোনটিকে পরীক্ষা করার জন্য নিয়ে যায় বিএসএফ। ভারত–পাকিস্তান যুদ্ধের আবহে গোটা দেশজুড়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে ড্রোন উদ্ধারের ঘটনায় নতুন করে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দুর্গাপুর-বরোজডিহি এই রাজ্যের শেষ গ্রাম। এর পরই গঙ্গা নদী। তারপর রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা। দেশজুড়ে উত্তেজনার আবহে দেশের সীমান্ত এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ এসেছে। এই কারণে ড্রোন উদ্ধারের ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।