পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে সােমবার খড়গপুরের সাদাতপুরের একটি হােটেল বিজেপির খড়গপুর ১ নং ব্লক উত্তর মণ্ডলের বিভিন্ন স্তন্ত্রে কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘােষ।
আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সেবা সপ্তাহ সাফল্যের সঙ্গে পালন করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি সৌমেন তিওয়ারী, উত্তর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব পলমল প্রমুখ।
Advertisement
অন্যদিকে দিলীপের সভা প্রসঙ্গে খড়গপুর ২ নং ব্লকে কার্যকরী। সভাপতি গােপাল খাটুয়া বলেন, ১৫ তারিখই দিলীপবাবু বুঝতে পারবেন বিজেপির প্রতি জনসমর্থন তলানিতে ঠেকেছে। আজকে যে অঞ্চলে দাঁড়িয়ে উনি সভা করলেন সেই অঞ্চলেরই বিজেপি পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যােগ দিতে চলেছেন।
Advertisement
Advertisement



