বঙ্গ রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্র দিলীপ ঘোষ। সম্প্রতি গেরুয়া শিবিরে তাঁর প্রতিপত্তি কেমন তা নিয়ে রাজনৈতিক মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে। দল বদলের সম্ভাবনা প্রবল বলে মনে করেছেন অনেকেই। এসব জল্পনার মাঝেই সোমবার সকালে নিউটাউনে প্রাতঃভ্রমণের সময় দিলীপ ঘোষ তাঁকে নিয়ে জল্পনার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানান, ‘আমার জলও নেই, পোনাও নেই।’
সোমবার সকালে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য বঙ্গ রাজনীতির জল্পনায় একপ্রকার ঘি ঢেলেছে। একাধিক রাজনৈতিক মহলের অনুমান, রাজনীতির কেরিয়ারকে সক্রিয় রাখতে দল বদল করতে পারেন দিলীপ ঘোষ। সামনেই ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস। প্রতিবারের মতো ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের মঞ্চে বক্তব্য রাখবেন দলের নেত্রী মমতা বন্দোপাধ্যায়। উপস্থিত থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগে এই মঞ্চে অনেকেই নিজের শিবির বদল করেছেন। তাই প্রশ্ন উঠেছে, বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষ কি এ বছর ২১ জুলাইয়ের মঞ্চেই ঘাসফুলের পতাকা হাতে তুলবেন? দিঘার জগন্নাথধাম দর্শনের পর থেকেই বহুবার বিজেপির এই দাপুটে নেতাকে এমন বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। প্রতিবারই তিনি অকপট জবাব দিয়েছেন। সোমবার সকালে দলবদলের প্রসঙ্গেও তাঁর জবাব ব্যতিক্রমী ছিল না।
একইরকম দাপট নিয়ে তিনি বলেন, ‘আমাকে তো দেখা যাবেই কোনও না কোনও মঞ্চে। আসুক ২১ তারিখ। রাজনীতি মানেই জল্পনা। দেখাই যাক না কী হয়। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। আমার জলও নেই, পোনাও নেই। আমার রাজনীতি আছে।’ পাশাপাশি, তাঁর বক্তব্যের মধ্যে একরকমের চমকের আভাসও মিলেছে। তিনি বলেন,’একুশে জুলাই একটা মঞ্চ হবে নাকি? অনেক মঞ্চ হবে। বিজেপিরও মঞ্চ হবে।’ ২১ জুলাইয়ের পর থেকে আর কারও কোনও প্রশ্ন থাকবে না বলেও জানিয়েছেন বিজেপির স্পষ্টবাদী নেতা দিলীপ ঘোষ।
রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন যে, দিলীপ ঘোষ কোথাও যাচ্ছেন না। তিনি দলের আদি নেতা। দল ঠিক সময়ে তাঁকে ঠিক কাজে লাগাবে। দলের ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, দিলীপ ঘোষ আর ব্যাকফুটে থাকবেন না। তবে কীভাবে তিনি সক্রিয় হবেন তা নিয়ে জল্পনা চলছে।