নির্বাচিত হওয়ার পর ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব সােমবার কেশপুরে আসেন। সােমবার ব্লকের জোড়া কেঁউদি এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রথমে যান তিনি।
দেব বলেন,দশজন লােক দশটা দল করতেই পারে,তার মানে এটা নয় যে সন্ত্রাস সৃষ্টি করবে।মানুষের মধ্যে ভালােবাসা যেন থাকে,তা না হলে কেউ সুখে থাকতে পারবে না।যে মার খাচ্ছে সেও না,যারা মারছে তারাও নয়।
Advertisement
তিনি বলেন,আমরা নেতারা কেউ কলকাতায়,কেউ দিল্লিতে থাকবাে, কিন্তু এলাকায় আপনারাই থাকবেন। তাই আমার আবেদন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন।উন্নয়নে সকলেই একসঙ্গে কাজ করুন।
Advertisement
Advertisement



