রাজ্যপালকে অপসারণের দাবিতে পূর্ব বর্ধমানের রায়না বাসস্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ করল যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। নরেন্দ্র মােদি আর অমিত শাহ’র এজেন্ট হিসেবে রাজ্যপাল এই রাজ্যে কাজ করছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্যের ক্ষমতায় এসেছেন। বিষয়টি মেনে নিতে পারছে না বিজেপি। ঠিক সেই কারণেই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তারা। এমনটাই জানিয়েছেন রায়না অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
Advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, নারদ মামলায় সােমবার সিবিআই গ্রেফতার করে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখােপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শােভন চট্টোপাধ্যায়কে। এরপরই তােলপার হয়ে উঠে রাজ্য রাজনীতি। ক্ষুদ্ধ হয়ে ওঠে তৃণমূল কর্মী সমর্থকরা। রায়না বাসস্ট্যান্ডে বিক্ষোভরত তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব আরও দাবি করেন, শান্ত বাংলায় থেকে যারা অশান্তি ছড়ানাের চেষ্টা করছে তারা যেন খুব শীঘ্রই এই বাংলা থেকে বিদায় নেয়।
Advertisement
Advertisement



