মৃত্যু অগ্নিদগ্ধ গৃহবধূর, চাঞ্চল্য

বছর দেড়েকের কন্যা সন্তান শর্মিলা খাতুন এখনাে অগ্নিদগ্ধ অবস্থায় উলুবেড়িয়া সুপারস্পেশালিটি হাসপাতালের বার্ন ওয়ার্ডের বেডে শুয়ে যন্ত্রনায় কাতরাচ্ছে।

Written by SNS Howrah | January 2, 2021 6:55 pm

দীর্ঘ লড়াইয়ে হার মানলেন গৃহবধু। গত চারদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার ভােরে মারা গেলেন শ্যামপুর থানা এলাকার আইমা গ্রামের গৃহবধূ ইয়াসমিনা বেগম (২১)। তার বছর দেড়েকের কন্যা সন্তান শর্মিলা খাতুন এখনাে অগ্নিদগ্ধ অবস্থায় উলুবেড়িয়া সুপারস্পেশালিটি হাসপাতালের বার্ন ওয়ার্ডের বেডে শুয়ে যন্ত্রনায় কাতরাচ্ছে।

জানা গিয়েছে, মৃত্যর আগে ইয়াসমিনার জবাব বন্দীতে উঠে এসেছে তার উপর স্বামী ও শ্বশুরবাড়ির লােকজনের অত্যাচারের কথা। কি ভাবে তারা তাকে পুড়িয়েছে সে কথাও মৃত্যুর আগে বলে গেছে সে। তবে এ সম্পর্কে মৃতার শ্বশুর বাড়ির কারাের মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত হাওড়ার শ্যামপুরের আইমা গ্রামের গৃহবধু ইয়াসমিনার মৃত্যুর ঘটনায় রীতিমতাে ক্ষোভের সঞ্চার হয়েছে গােটা গ্রামে। আরও জানা গিয়েছে, যদিও ঘটনার দিন থেকেই অভিযুক্ত ইয়াসমিনার শ্বশুর বাড়ির লােকজন পলাতক।