কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিল বাতিলের দাবিতে, শ্রম নীতি বাতিলের দাবিতে, বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে ২৬ নভেম্বর দেশজুড়ে বামপন্থী কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
তাই সিপিএম দলের পক্ষ থেকে ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাজারে বিশাল মিছিলের আয়ােজন করা হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন সিপিএম নেতা তাপস সিনহা, মানিক সেনগুপ্ত সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
Advertisement
২০১১ সালের পর এই প্রথম এত বড় ধরনের মিছিল করল সিপিএম। এর আগে হাতেগােনা কয়েকজন’কে নিয়ে পার্টি অফিস খুলে বসে ছিল সিপিএম নেতৃত্বরা। কেশপুরে শনিবার বিশাল মিছিলে কয়েক হাজার মানুষ শামিল হয়েছিলেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের অনুমান।
Advertisement
বিধানসভা নির্বাচনের আগেই সিপিএম নেতৃত্ব সংগঠনকে আরাে মজবুত করার কাজ শুরু করে দিয়েছে। যা প্রমাণ হলাে সাধারণ ধর্মঘট-এর সমর্থনে হাজার হাজার মানুষের মিছিলে সমাগম।
Advertisement



