• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিমান বসু

হাসপাতাল থেকে ছাড়া পেলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ১১ নভেম্বর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ১১ নভেম্বর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে মঙ্গলবার সকাল থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। শুক্রবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। ফেরেন আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে। আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিমান বসুর বেশ কিছু শারিরিক পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট সন্তোষজনকই এসেছে। চামড়ার ক্ষেত্রে একটু সমস্যা পাওয়া গিয়েছে। তা নিয়ে চিন্তার কিছু নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। দলীয় সূত্রে খবর, আগের মতো আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনেই থাকবেন বিমান বসু। আপাতত চিন্তার কিছু নেই। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী কিছু নিয়ম মেনে চলার পাশাপাশি বিশ্রামে থাকবে হবে প্রবীণ সিপিএম নেতাকে।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য বিমানকে সোমবার রাতে মুজফফর আহমেদ ভবন থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন বিমান। শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবীণ সিপিএম নেতা চেয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দফতরেই তাঁর চিকিৎসা হোক। পরে অবশ্য হাসপাতালে যেতে রাজি হন তিনি। মহম্মদ সেলিম সহ অন্যান্য বাম নেতারা হাসপাতালে গিয়ে একাধিকবার বিমান বসুকে দেখে আসেন।

বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর থেকেই মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন বিমান বসু। সেই থেকে শরীরটাও খুব একটা ভালো নেই তাঁর। ৮৪ বছর বয়সী বিমান অবশ্য মানসিকভাবে সব সময়ই চাঙ্গা থাকেন।