• facebook
  • twitter
Tuesday, 6 May, 2025

হাওড়ায় ফেরিঘাট বন্ধ থাকায় রাস্তা অবরোধ করে বাম কর্মীরা

পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়ায় স্টেশনে পৌঁছে সব থেকে সহজলভ্য কলকাতায় আসার রাস্তা হল ফেরিঘাট।

পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়ায় স্টেশনে পৌঁছে সব থেকে সহজলভ্য কলকাতায় আসার রাস্তা হল ফেরিঘাট। রবিবার ছুটির দিনে ব্রিগেডে আসতে হাওড়ায় পৌঁছে ফেরিঘাট পার করতে গেলে ফেরিঘাট বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়ে বাম কর্মী সমর্থকরা। তাঁরা ফেরিঘাটের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন এবং বেশ কয়েকজন রাস্তার মাঝখানে বসে পড়েন। তারপর ধীরে ধীরে আরো কর্ম সমর্থকরা এসে রাস্তা অবরোধ করতে শুরু করে।

এই অবরোধের জেরে যানজট বেঁধে যায়। হাওড়া স্টেশন সংলগ্ন রাস্তায় সেই অবরোধ সরাতে রীতিমতো হিমশিম খায় পুলিস। কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের তরফে আগেই ছুটির দিনে ব্রিগেডেও তীব্র যানজটের আশঙ্কা করা হয়েছিল। পুলিশ জানিয়েছি, হাওড়া, শিয়ালদা, এক্সাইড মোড়, মৌলালি ও শহর এবং শহরতলির বিভিন্ন জায়গায় যানজট সৃষ্টি হবে, যার জেরে মানুষকে আগাম সর্তকতা দিয়েছিল কলকাতা পুলিস।

তার মধ্যে ব্রিগেড সমাবেশ শুরুর আগেই রাস্তা অবরোধে নেমেছিলেন বাম কর্মীরা। ফেরিঘাট বন্ধ রাখাকে প্রতিহিংসার রাজনীতি বলে দাবি বাম কর্মীদের। বাম কর্মী চন্দন পুরকাইত বলেন, ‘৫০ বছর ধরে ব্রিগেড আসছি। প্রত্যেকবার হাওড়া থেকে কলকাতায় যেতে এই লঞ্চ করে পার হই। কোনও বার বন্ধ দেখিনি, এই প্রথম বন্ধ করে দিয়েছে প্রশাসন। ওরা ভয় পাচ্ছে মানুষের শক্তিকে।
আমাদের ব্রিগেড যাতে সফল না হয়, তাই রাজ্য সরকার এসব করছে। কিন্তু, আমরা ঠিক পৌঁছাব। আমাদের আটকাতে পারবে না।’