• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সোমবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার উত্তরবঙ্গ সফরে আসছেন মমতা। প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলায় কর্মসূচি শেষ করে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মালদহে আসবেন।

নিজস্ব চিত্র

সোমবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলায় কর্মসূচি শেষ করে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মালদহে আসবেন। পুরাতন মালদার মহানন্দা ভবনে তাঁর থাকার কথা। মঙ্গলবার মালদহ জেলায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের কথা রয়েছে তাঁর। মঙ্গলবারই আলিপুরদুয়ারে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সম্প্রতি মালদহে খুন হয়েছেন তৃণমূল নেতা দুলাল সরকার। সেই ঘটনায় উঠেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ। এই নিয়ে তৃণমূল নেত্রী কী বার্তা দেন, সেদিকে নজর রয়েছে সকলের। রবিবার মালদহের সভাস্থল তদারকি করেন জেলা পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকদের পাশাপাশি তৃণমূলের নেতারাও। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য তৈরি হেলিপ্যাড। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখছে।

Advertisement

২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা বিজেপির দখলে গেলেও সেই আসন উপনির্বাচনে ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসকদল। তাই তৃণমূল আশাবাদী, ২০২৬-এর নির্বাচনে চা বলয়ের অন্য আসনগুলিতে ভালো ফল হবে দলের। গত কয়েক মাস ধরেই বেসুরো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বারলা। মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন বিজেপির সঙ্গে ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন।

Advertisement

মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার প্রশাসনিক আধিকারিকরা সভাস্থল ঘুরে দেখেন। জেলা পুলিশ সুপারের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নৃপেন্দ্র সিং, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আসিম খান, মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি, মহকুমা শাসক দেবব্রত রায় এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।

বৃহস্পতিবার কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগান ময়দানে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানেও জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ, সোমবার মুর্শিদাবাদ জেলার লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিটিউশনের মাঠে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। জেলার জন্য বেশ কিছু নতুন প্রকল্পেরও উদ্বোধন করতে পারেন তিনি। মুর্শিদাবাদ থেকে আজই মালদহ যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement