খেজুরির দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে নিহতদের পরিবারের সদস্যরা। আজ, শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুলাই মহরম উপলক্ষে খেজুরি থানার ভাঙনমারি গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরেরদিন সকালে অনুষ্ঠানস্থলের কিছুটা দূর থেকে সুধীর পাইক ও সুজিত দাসের দেহ উদ্ধার করা হয়। অনুষ্ঠানের আয়োজনকদের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই জনের মৃত্যু হয়েছে। কিন্তু এই দাবি মানতে নারাজ পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, মৃতদের দেহে আঘাতের চিহ্ন ছিল। তাই এটি কোনওভাবে স্বাভাবিক ঘটনা নয়। যদিও ময়নাতদন্তের রিপোর্টেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টিই উল্লেখ করা ছিল।
Advertisement
এরপর মৃতদেহ দুটির দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বারও ময়নাতদন্ত হয়। সেই রিপোর্টে দেখা যায়, দুজনের দেহেই আঘাতের চিহ্ন রয়েছে। এরপর এই মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন দুই মৃতের পরিবারের সদস্যরা। গত সোমবার এই মামলার শুনানিতে সিবিআইকে তুলোধনা করে মঙ্গলবার মামলার দায়িত্বভার সিআইডিকে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর নির্দেশ, এই মামলায় সিট গঠন করে তদন্ত করবে সিআইডি। বিচারপতির সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যায় নিহতদের পরিবার।
Advertisement
Advertisement



