• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, ‘ভোটার তালিকার কাজে ভয় নয়’

মঙ্গলবার মুখ্যসচিব মনোজ পন্থের ডাকা জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে আয়োজিত বৈঠকে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেও।

প্রতিনিধিত্বমূলক চিত্র

এসআইআর আতঙ্ক ছড়িয়েছে রাজ্য তথা দেশ জুড়ে। এই আবহে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-র কাজে যুক্ত সরকারি কর্মীদের উদ্দেশ্যে আশ্বাসের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ‘ভয় পাবেন না, রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে। সৎভাবে ভোটার তালিকার সংশোধনীর কাজ করুন, কেউ কিছু করতে পারবে না।’ বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যাঁরা ভোটার লিস্টের কাজে যুক্ত, তাঁরা যাতে আতঙ্কে না থাকেন, সেটা সুনিশ্চিত করতে হবে। ভয় কীসের? জানবেন, রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে।’ অসম সরকারের তরফে এনআরসি-র নাম করে রাজ্যের বাসিন্দাদের ভয় দেখানোর চেষ্টা করছে বলেও আবার অভিযোগ তুলে সরব হলেন করে মমতা বন্দ্যোপাধ্যায়। অভয় দিয়ে জানিয়ে দিলেন ‘ভয় পাওয়ার কিছু নেই। আমরা আপনাদের সঙ্গে রয়েছি। বাংলার বাসিন্দাদের এই বাংলা ছেড়ে কোথাও যেতে হবে না।’ প্রসঙ্গত, ভোটার তালিকা সংক্রান্ত কাজে যুক্ত পাঁচ সরকারি কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

মঙ্গলবার মুখ্যসচিব মনোজ পন্থের ডাকা জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে আয়োজিত বৈঠকে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেও। বৈঠক থেকে মমতা সাফ জানান, ‘মানুষের দাবিকে অগ্রাধিকার দিতে হবে। ডেটা এন্ট্রি অপারেটররা ঠিকমতো কাজ করছে কি না, তা নজরে রাখতে হবে।’ প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তোপের মুখে পড়েছেন বাংলার এক ডেটা এন্ট্রি অপারেটরও। এই আবহে তাঁর বার্তা তাৎপর্যপূর্ণ।

Advertisement

পাশাপাশি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প নিয়ে সেই বৈঠকে খতিয়ে দেখা হয় জেলার কাজের অগ্রগতি। জেলা ধরে কাজের তদারকি করেন খোদ মুখ্যমন্ত্রী। এছাড়াও মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতি নিয়েও প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পক্ষ থেকে ২ অগস্ট থেকে চালু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। তিনটি করে পাড়া নিয়ে একটি বুথ তৈরির মাধ্যমে নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্প। মুখ্যমন্ত্রীর বার্তা, ‘মানুষের পাশে থাকতে হবে। ভয় নয়, সৎভাবে কাজ করলেই সরকার সঙ্গে থাকবে।’

Advertisement

Advertisement