• facebook
  • twitter
Tuesday, 23 December, 2025

ক্যানভাসে মুখ্যমন্ত্রী, শিল্পীর তুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা রূপ

প্রদর্শনীতে মোট ৩৪টি চিত্রকর্মের মধ্যে ৯টি ছবিতেই শিল্পীর তুলিতে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর নানা মুহূর্ত, আবেগ ও অভিব্যক্তি

শিল্পের ভাষায় ধরা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহর কলকাতায় সম্প্রতি হয়ে গেল এক ব্যতিক্রমী চিত্রকলা প্রদর্শনী, ক্যানভাসে সাহস। এই প্রদর্শনীতে মোট ৩৪টি চিত্রকর্মের মধ্যে ৯টি ছবিতেই শিল্পীর তুলিতে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর নানা মুহূর্ত, আবেগ ও অভিব্যক্তি।

প্রদর্শনীর শিল্পী শান্তনু বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর ব্যক্তিত্ব ও কাজের পরিসর ব্যাপক। সেই ভাবনাকেই শিল্পরূপ দিতে তিনি মূলত লাইন ড্রইংয়ের উপর জোর দিয়েছেন। ক্যানভাসের পটভূমিতে সংযত রঙের ব্যবহার করে তিন মাস ধরে এই কাজ সম্পূর্ণ করেছেন তিনি। কখনও ২১ জুলাইয়ের মঞ্চ, কখনও ব্রিগেডের জনসভা, আবার কখনও বিধানসভায় বক্তব্য রাখার মুহূর্ত। বিভিন্ন সময়ের নানা রূপ শিল্পীর দৃষ্টিতে নতুনভাবে ধরা পড়েছে।

Advertisement

কলকাতার বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে আয়োজিত এই প্রদর্শনী শুরু হয় ১৬ ডিসেম্বর থেকে। প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা ছিল এই প্রদর্শনী, যা চলেছে ২১ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন থেকেই শিল্পানুরাগী ও সাধারণ দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Advertisement

শিল্পীর বক্তব্য অনুযায়ী, এই প্রদর্শনী কোনও প্রচলিত প্রতিকৃতি প্রদর্শন নয়। এখানে সৃজনশীল দৃষ্টিভঙ্গিতে নেতৃত্বকে দেখা হয়েছে। কোথাও দৃঢ় সংকল্প, কোথাও সহমর্মিতা, আবার কোথাও প্রতিবাদের ভাষা রং ও রেখার মাধ্যমে মুহূর্তের অনুভূতিকে ধরার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন মানুষের আবেগ ও বিশ্বাসকে তুলে ধরাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

রাজনীতির পাশাপাশি শিল্প, কবিতা ও সাহিত্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক নতুন নয়। তাঁর সৃজনশীল মনন ও সাংস্কৃতিক চর্চার সেই দিকটাই এই প্রদর্শনীর মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠেছে। শিল্প ও শাসনব্যবস্থার মধ্যে যে গভীর সংযোগ থাকতে পারে, ‘ক্যানভাসে সাহস’ সেই বার্তাই তুলে ধরেছে বলে মনে করছেন দর্শকরা।

Advertisement